এ ঘটনার ভিডিও শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই শিক্ষকদের এ ধরনের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।
গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার। ভিডিওতে একাধিকবার সিনিয়র শিক্ষকের দিকে এগিয়ে এসে তাকে ধমকাতে দেখা যায়।
জানা যায়, গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ওশানোগ্রাফি বিভাগে পরিদর্শনে আসেন। তবে উপ-উপাচার্যের আসার আগমুহূর্তে সাইদুল ইসলামের বিভাগে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই তিনি অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
আরও পড়ুন: শিক্ষকদেরও ডোপ টেস্টের দাবি চবি শিক্ষার্থীদের
এ বিষয়ে অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান স্যার ভিজিটে আসার আগে বিভাগে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই সাইদুল ইসলাম তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ও প্রো-ভিসিদের নিয়েও তিনি কটূক্তি করেন।
সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম জানান, অধ্যাপক ড. মোসলেম উদ্দিন তাকে আগে বেয়াদব বলেছেন। তুই তোকারি করে কথা বলেছেন। তাই তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছেন