চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি, রিকশা চালককে কারাদণ্ড

৫ দিন আগে
নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামের এক রিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাইদকে কারাদণ্ড দিয়েছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে ওই ঘটনা ঘটে।


সাজাপ্রাপ্ত সাইদ মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়ার ছেলে। সাইদ তার শশুর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করেন।


স্থানীয়রা জানান, সাইদ গতকাল হরিকৃষ্ণপুর বেপারী বাড়ি সংলগ্ন রহমানিয়া এস ডি টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে (১০) শ্লীলতাহানি চেষ্টা করে আজ আবারও একই কাজ করেন। এ সময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে রিকশা চালককে আটক করেন। প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে যান।


আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার, প্রত্যাহার চেয়ে বিক্ষোভ


মিজানুর রহমান ঘটনার সত্যতার পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

 

বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান বলেন, আমি শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত সাইদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেন। অভিযুক্ত রিকশাচালকের প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।

]]>
সম্পূর্ণ পড়ুন