ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা

২ ঘন্টা আগে
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ঝালকাঠি সদর উপজেলার আগড়বাড়ি এলাকায় শহীদ মো. কামাল হোসেন সবুজের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, শহীদ কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

একই সময় ঝালকাঠি জেলায় দাফন করা নয় জন শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন ইসলামী ছাত্র আন্দোলন নেতা

 

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

 

তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন