প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে অংশ নেয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক চেতনাকে বুকে ধারণ করার আহ্বান জানান।
]]>