রেলওয়ে সূত্রে জানা যায়, চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে ঢাকা আয়সিডি কমলাপুরের উদ্দেশ্যে ৩১টি কনটেইনারবাহী মালবাহী ট্রেনটি ছেড়ে আসে। ভোর ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেইট পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাক সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। এ সময় দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, নিহত সিকিউরিটি গার্ডের নাম শামসু মিয়া। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, দুর্ঘটনার পর রেলগেইটে গেটম্যানের দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে গেট ব্যারিয়ার ভাঙা অবস্থায় দেখা যায়। তবে গেটম্যান সিফাত দাবি করেন, তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন এবং ব্যারিয়ারও ফেলেছিলেন। তার ভাষায়, ‘ট্রাকটি দ্রুত গতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে।’
আরও পড়ুন: রেললাইনে হেডফোনে গান শুনছিলেন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ট্রাকচালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কারও গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধুমাত্র মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।’
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা থাকতে পারে। আবার দ্রুতগামী চালবোঝাই ট্রাকটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে। উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
]]>
১৬ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·