চট্টগ্রামে খালে পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা উল্টে খালে পড়েছে ছয় মাস বয়সী শিশুসহ এক নারী। পরে মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। শিশুটিকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ এপ্রি) রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ও চসিকের কর্মীরা কাজ করছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে রিকশায় চড়ে শিশুটিকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন মা ও দাদী। কাপাসগোলা এলাকার সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে ছিল। হঠাৎ রিকশাটি উল্টে হিজলা খালে পড়ে যায়। চালককে উদ্ধার করেন স্থানীয়রা। তবে ভেসে যায় আরোহী দুই নারী। একপর্যায়ে ব্রিজের নিচে পাইপের সঙ্গে আটকা পড়েন তারা। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি ছয় মাস বয়সী শিশু সেহরিসকে।


আরও পড়ুন: পিরোজপুরে তিনদিন ধরে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ


রাত ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমি খবর শুনে দ্রুত চলে এসেছি। শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

]]>
সম্পূর্ণ পড়ুন