মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বিজয় র্যালি এবং দুপুর ২টায় সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘১৯৪৭, ১৯৭১ ও ২০২৪: আমাদের বিজয়গাঁথা, আমাদের অহংকার’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিকেল ৫টায় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এদিকে সোমবার (৪ আগস্ট) 'জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলুন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র'-এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এবং বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ অর্জনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
আরও পড়ুন: চবিতে রাত ১০ টার পর বাইরে থাকলে আবাসিক ছাত্রীদের সিট বাতিলের হুমকি
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ চেতনাকে ধারণ করে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করছি। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা, বিতর্ক চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে উৎসবমুখর রাখার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণআন্দোলনকে ধারণ করার জন্য চবি প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।’
আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতায় চবি কলা ও মানববিদ্যা অনুষদ, চবি ব্যবসায় প্রশাসন অনুষদকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, চবি আন্তঃহল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতায় চবি প্রীতিলতা হল, চবি শামসুন নাহার হলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ অর্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।