সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম বিভাগে যাদের নাম ঘোষণা করা হয়েছে-
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব
ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান
কুমিল্লা
কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন
কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৮ জাকারিয়া তাহের
কুমিল্লা-৯ মো. আবুল কালাম
কুমিল্লা-১০ মো. আব্দুল গফুর ভুঁইয়া
কুমিল্লা-১১ মো. কামরুল হুদা
চাঁদপুর
চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন
চাঁদপুর - ২ মো. জালাল উদ্দিন
চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ
চাঁদপুর- ৪ মো. হারুনুর
চাঁদপুর-৫ মো. মমিনুল
ফেনী
ফেনী-১ বেগম খালেদা জিয়া
ফেনী-২ জয়নাল আবেদীন
ফেনী-৩ আব্দুল আওয়াল
নোয়াখালী
নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন
নোয়াখালী-২ জয়নাল আবেদীন
নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ
নোয়াখালী-৪ মো. শাহজাহান
নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬ মোহাম্মদ মাহবুবের রহমান শামীম
লক্ষীপুর- ২ মো. আবুল খায়ের ভুঁইয়া
লক্ষীপুর-৩ মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
চট্টগ্রাম
চট্টগ্রাম-১ নুরুল আমিন (চেয়ারম্যান)
চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল
চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
কক্সবাজার
কক্সবাজার-১ সালাহউদ্দিন
কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল
কক্সবাজার-৪ শাহজাহান
খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভূঁইয়া
রাঙ্গামাটি দীপেন দেওয়ান
বান্দরবান সাচিং প্রু
প্রার্থীদের নাম ঘোষণার পর মির্জা ফখরুল বলেন, ‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনের করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।’
আরও পড়ুন: ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা, বাকিগুলোর ব্যাপারে যে বার্তা দিলেন ফখরুল
বিষয়টি আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘এখন যেটা আমরা ঘোষণা করলাম সেটা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।’
প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·