বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে একটি বহুতল ভবনের সামনে থাকা ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় বহুতল ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদলের ২ নেতাকর্মী খুন
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। বহুতল ভবনটির দুই থেকে চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·