চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা পোর্ট পৌরসভার ৭নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামে এক ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রযেছে।
পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, মালগাজী এলাকার তার বসতবাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের থানা লুটকৃত অস্ত্রের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: সুন্দরবনে ৪ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
ওসি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
আটক কামাল উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। তিনি চাদঁপাই ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা গেছে।
]]>