ঘোড়ায় চড়ে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪ ইউরোপিয়ান

৩ সপ্তাহ আগে
চার সাহসী ইউরোপীয় মুসলমান, আধুনিকতার হাত ছুঁয়ে প্রাচীন ঐতিহ্যের পথে ফিরে গিয়ে ঘোড়ায় চড়ে হজ করতে পৌঁছেছেন সৌদি আরবে। দীর্ঘ কয়েক মাস ধরে মরু, পাহাড় আর বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে তারা মক্কার পবিত্র যাত্রাপথে পা রেখেছেন। এই চারজনের মধ্যে একজন মরক্কো এবং তিনজন স্পেনের নাগরিক।

স্পেন থেকে যাত্রা শুরু করে তারা ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসেডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক ও সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন। আল কুরাইয়াত অঞ্চলের আল হাদিথাহ সীমান্ত দিয়ে তারা সৌদি আরবে প্রবেশ করলে সৌদি কর্মকর্তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা, সৌদি কফি, রিফ্রেশমেন্ট ও ফুল দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান।

 

তাদের এই ঐতিহাসিক যাত্রার মূল অনুপ্রেরণা ছিলেন আবদুল্লাহ হার্নান্দেজ, যিনি ২৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ভূগোল নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোরআনের আয়াত তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি প্রতিজ্ঞা করেন, পরীক্ষায় পাশ করলে ইসলাম গ্রহণ করবেন এবং প্রাচীন আন্দালুসীয় মুসলিমদের মতো ঘোড়ায় চড়ে হজে যাবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তার দুই বন্ধু আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ তার সঙ্গে যুক্ত হন।

 

আরও পড়ুন: হজ পালনে ঘোড়ায় চেপে স্পেন থেকে মক্কার পথে ৩ বন্ধু

 

তারা প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এই হজযাত্রায় অংশ নিয়েছেন, যা প্রায় সাড়ে তিন মাসের অধিক সময় ধরে চলেছে। এ অভিযানে তারা ইতিহাস ও বিশ্বাসের এক অনন্য সংমিশ্রণ তুলে ধরেছেন। তাদের যাত্রা শুধু হজ নয়, বরং ৫০০ বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্য পুনর্জাগরণের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

رحلة حج اسثنائية على ظهور الخيل..

وصول حجاج إسبان إلى أرض المملكة عبر منفذ الحديثة الحدودي لإكمال رحلتهم إلى الديار المقدسة#حجاج_اسبانيين_على_الخيل https://t.co/5zYn6BgxQ7#صحيفة_المدينة pic.twitter.com/Ml5W9Bnd4V

— صحيفة المدينة (@Almadinanews) May 2, 2025

 

তাদের মক্কায় পৌঁছানোর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই কর্মকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। এই যাত্রা প্রমাণ করেছে, ইচ্ছা ও ঈমান থাকলে পথ কোনো বাধাই নয়।

 

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান, নৌপথ বা এমনকি ঘোড়ায় করেই হোক—প্রত্যেক হাজির জন্যই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। ২০২৫ সালে যেখানে প্রায় ১৮ লাখ হাজি হজ পালন করবেন, সেখানে এই চারজনের ব্যতিক্রমধর্মী যাত্রা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন