বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে নারী নির্যাতন মামলার আসামি আবদুস সাত্তারের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করতে দেখা যায় তদন্ত কর্মকর্তা এসআই আবু ছৈয়দকে।
ঘটনার সূত্রে জানা যায়, ২২ জুন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে পিটিয়ে আহত করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আবদুস সাত্তার (৫৫)।
এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পান এসআই আবু ছৈয়দ। ওই দিনই তিনি সাত্তারের বাসায় যান। সেখানে সিড়ির নিচে কথোপকথনের সময় টাকা লেনদেনের চেষ্টার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা বুধবার ভাইরাল হয়।
আরও পড়ুন: ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোকে মারা গেলেন বাবা
৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আসামি সাত্তার এসআইকে টাকা দিতে চাইলে তিনি পকেট থেকে নিজস্ব টাকা বের করে দেখান। এ প্রসঙ্গে এসআই ছৈয়দ বলেন, ‘আমি টাকা নিইনি, বরং তাকে বলেছি আমার কাছে টাকা আছে, লাগবে না।’
অন্যদিকে, আসামি সাত্তার বলেন, ‘তদন্তে এলে পুলিশ টাকা নেয়, এ কথা বলেছিলাম মাত্র।’ তিনি ঘুষ দেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং সিসিটিভি ভিডিও কীভাবে ভাইরাল হলো তাও জানেন না বলে দাবি করেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ভিডিওটি নজরে আসার পরপরই অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
]]>