ঘুরে দাঁড়ানোর মিশনে তীব্র গরমে অনুশীলন প্রোটিয়া নারীদের

১ সপ্তাহে আগে
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলের কাছে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সিরিজে ফেরার মিশনে আজ (১৫ মে) কক্সবাজারে তীব্র গরমের মাঝে অনুশীলন করেছে প্রোটিয়া নারীরা। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দলটির।

তীব্র গরমের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুশীলন শুরু করে প্রোটিয়া ইমার্জিং নারী দল। নেটে ব্যাটিং-বোলিং দুটোই ঝালিয়ে নিয়েছেন সফরকারী ক্রিকেটাররা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে তীব্র গরমে মানিয়ে নেয়াটাকে বেশি চ্যালেঞ্জিং বলছেন প্রোটিয়া অধিনায়ক।

 

প্রস্তুতি শেষে প্রোটিয়া অধিনায়ক লেয়াহ জোনস বলেন, 'সিরিজটা কঠিন। তবে আমাদের জন্য একটি ভাল চ্যালেঞ্জ। আমি মনে করি, ঘরের মাঠে বাংলাদেশের অবস্থা কিছুটা শক্ত। তারপরও আমাদের লড়াই করতে হবে। এখানে খুব গরম। এটা মানিয়ে নেয়া বেশ চ্যালেঞ্জিং ও কঠিন।'

 

সিরিজ বাঁচানোর মিশনকে সামনে রেখে অনুশীলনে এদিন বেশ মনোযোগী ছিলেন প্রোটিয়া নারী ইমার্জিং দলের সব খেলোয়াড়। তাদের ভুলগুলো দেখিয়ে দেন কোচরা। প্রথম ম্যাচের ভুলগুলো চিহ্নিত করে এই ম্যাচে সেগুলো ঠিক করার দিকে জোর দিচ্ছে তারা।

 

আরও পড়ুন: সোহানের সেঞ্চুরির পর লিডের প্রত্যাশায় দিন পার বাংলাদেশের

 

এ প্রসঙ্গে জোনস বলেন, 'প্রথম টি-২০তে আমাদের অনেক ভুল ছিল। আমরা জয়ের প্রচুর সম্ভাবনা নষ্ট করেছি। এ কারণে আমাদের হারতে হয়েছে। তবে আমরা সবাই বদ্ধপরিকর দ্বিতীয় ম্যাচে ভাল করার জন্য। জয়ের জন্যই মাঠে নামব। আশা করি, ভাল করব।'  

 

প্রোটিয়া নারী দল পূর্ণ মনোযোগে অনুশীলন করলেও আজ অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। তবে এরপরও দুই ব্যাটার এসেছিলেন অনুশীলনে। বিকেলে দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তারা। শুক্রবার দুপুর দেড়টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। 

]]>
সম্পূর্ণ পড়ুন