ঘুমন্ত স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

২ সপ্তাহ আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত কল্পনা বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল (৩৫) নামের ওই যুবক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। তিনি তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন।

 

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী কল্পনা বেগম ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বল বিশেষ অঙ্গ কেটে দেন। খবর পেয়ে তার তৃতীয় স্ত্রী মুমূর্ষু স্বামীকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল রেফার করেন।

 

আরও পড়ুন: ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কর্তন, হেনস্তার শিকার তরুণী

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। উজ্জ্বলকে বাড়িতে ডেকে নিয়ে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয়ার অভিযোগ পেয়েছি তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের বিরুদ্ধে। তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ, দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন