উনাই এমেরি, লুইস এনরিকে। নাম দুটো শুনলে মনে হবে দুই দলের কোচ, এইতো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আজ যখন তারা দাঁড়াবেন নিজ নিজ দলের ডাগআউটে, তখন পরিস্থিতি তাদের নিয়ে নয় বছর আগের একটা সময়ে।
সেদিন ছিলো পিএসজি আর বার্সেলোনার শীর্ষ আটে উঠার লড়াই। প্রথম লেগে এমেরির পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছিলো এনরিকের বার্সা। কিন্তু পরের লেগে ইতিহাস গড়ে ৬-১ গোলে জিতে পিএসজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিলো বার্সেলোনা। আজ ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়ে দুই মায়েস্ত্রো। প্রথম লেগে ৩-১ গোলে হেরেছে এমেরির ভিলা, এগিয়ে এনরিকের পিএসজি।
আরও পড়ুন: আত্মবিশ্বাসে টইটুম্বুর বার্সেলোনা, মিরাকল ঘটাতে পারবে কী ডর্টমুন্ড?
২০১৬'তে নেইমার বলেছিলেন, ১ ভাগ সম্ভাবনার সঙ্গে ৯৯ ভাগ বিশ্বাস মিলে গিয়েছিলো বলেই জয় এসেছিলো পক্ষে। আজ ঠিক যেন একই কথা উনাই এমেরির কন্ঠেও। কার স্কোয়াড কতটা ভয়ঙ্কর, সে পার্থক্যে না গিয়ে তিনি জানালেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি বলেন, ‘আমরা আজ রাতে আমাদের সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে যাচ্ছি। পিএসজির বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। সে সম্ভাবনাকে এখন আমাদের মাঠে বাস্তবে রূপান্তর করতে হবে। ঘরের মাঠে ফ্যানদের সমর্থনও থাকবে আমাদের সঙ্গে।’
অন্যদিকে শেষ প্রস্তুতিতে একেবারেই নির্ভার ছিলো প্যারিসিয়ানরা। লিগ ওয়ানের শিরোপা ইতোমধ্যে ঘরে তুলে ফেলেছে তারা। ফ্রেঞ্চ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগটা জিতে গেলে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে পিএসজি। তাই কোয়ার্টারের সেকেন্ড লেগ ছাপিয়ে তাদের স্বপ্ন এখন অনেক দূরে।
আরও পড়ুন: আর্সেনালকে বিদায় করতে পারলেই পুরস্কার, রিয়াল সভাপতির প্রতিশ্রুতি
ভিলা পার্কে কাজটা সহজ হবে না জানেন লুইস এনরিকে। কিন্তু নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে অমিমাংসীত ম্যাচটাও যে তাদের নিয়ে যাবে পরের ধাপে। তাই তো শিষ্যদের বাড়তি কিছু না করে, স্বাভাবিক নৈপূণ্যের দিকে মনোযোগি হতে বললেন স্প্যানিশ বস।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘ভিলা পার্কে আমাদের কাজটা সহজ হবে না। তারা চেষ্টা করবে যতটা কঠিন করা যায়। আমি জানি তাদের সে সামর্থ্য আছে। তবে আমরা যেহেতু এগিয়ে থাকবো তাই অতিরিক্ত চাপ নেয়ার কিছু নেই। ম্যাচ শেষে একদল এগিয়ে যাবে, আরেক দল বাদ পড়বে। তাই সবসময় জয় নয়, মাঝে মাঝে কৌশলী হতে জানতে হবে।’
]]>