পুলিশ জানায়, বুধবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর নতুনবাজার এলাকার বাসিন্দা মামুন শিশুটিকে দোকানে চা এবং রুটি কিনতে পাঠান। সেগুলো কিনে মামুনের বাসায় দিতে যায় শিশুটি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খোঁজাখুঁজির পর না পেয়ে চা বিক্রেতার তথ্য অনুযায়ী মামুনদের বাড়িতে খুঁজতে যায় তার মা। এ সময় ঘর থেকে শিশুটির ‘মা’ ডাক শুনতে পান ওই নারী। একপর্যায়ে চালের ড্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নীলফামারীতে ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামুনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। দুপুরে মামুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক সুমাইয়া কাওসার শিশুটির জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।