ঘণ্টাখানেকের মধ্যে বজ্রবৃষ্টির হতে যাচ্ছে ঢাকায়

১ দিন আগে
রাজধানী ও আশপাশের এলাকায় গত বুধবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবারও (১৭ এপ্রিল) বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ঘণ্টাখানেকের মধ্যে রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংস্থাটি জানায়, ঢাকার ওপরের দিকে অর্থাৎ কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের কাছাকাছি মেঘ দেখা যাচ্ছে। যা কিছুক্ষণের মধ্যে রাজধানীসহ পুরো ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একাংশকে আক্রান্ত করতে যাচ্ছে। এই বৃষ্টিবলয়ে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ বেশি আক্রান্ত হতে পারে।

 

এরই মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় আঘাত হেনেছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

 

সংস্থাটি আরও জানায়, বৃষ্টিবলয়ের শক্তি বজায় থাকলে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল তথা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলেও দুই থেকে তিনঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি আঘাত করতে পারে। বিভিন্ন মডিউলের আপডেট অনুযায়ী বৃষ্টিবলয়টি আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে।

 

এদিকে আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে সাময়িকভাবে বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার থেকে বেড়ে ২৫-৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আর এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

]]>
সম্পূর্ণ পড়ুন