গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়, কী বলছে পুলিশ

৩ সপ্তাহ আগে
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশের হাতে গ্রেফতার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা এক শিশুকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই অমানবিক দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। সমালোচনার মুখে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হন। সেদিন সন্ধ্যায়ই সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই শিশুর বাবা রুস্তমসহ কয়েকজনকে গ্রেফতার করে।


ভিডিওতে দেখা যায়, পুলিশ রুস্তমকে ধরে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছর বয়সি ছোট মেয়েটি বাবাকে আঁকড়ে ধরে কান্না শুরু করে।


ভিডিওতে দৃশ্যমান হয়, এই হৃদয়বিদারক দৃশ্যের মধ্যেই ভিড়ের মধ্যে থাকা অপরিচিত কেউ একজন হঠাৎ শিশুটির গালে সজোরে চড় মারে। এতে শিশুটির কান্নার তীব্রতা আরও বেড়ে যায় এবং তাকে জোরপূর্বক বাবার কাছ থেকে সরিয়ে নেয়া হয়।
 

আরও পড়ুন: খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়


ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিশুটিকে চড় মারার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। অনেকে মন্তব্য করেন, অপরাধী যে-ই হোক না কেন, একটি শিশুর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তবে এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। গুরুত্বসহকারে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।


এডিসি রানা বলেন, ‘গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন স্থানীয় লোকজনের মধ্যে কেউ একজন শিশুটিকে চড় মারেন। শিশুটিকে কে চড় মেরেছে, সেটি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা খতিয়ে দেখছি এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন