গোল করে বাবার মতো উদযাপন করলেন রোনালদো জুনিয়র

৩ দিন আগে
বয়স ৪০ পেরিয়েছে, তবুও তার থামার নাম নাই। এখনও তিনি ছুটে চছেলেন, তার খেলা দেখে বোঝার উপায় নাই তার বয়স হয়েছে ৪০। কবে থামমেন, কোথায় গিয়ে থামবেন, তারও কোনও ঠিক-ঠিকানা নেই। মাঠে নেমে ভাঙছেন একের পর এক রেকর্ড। তবে যতই ছন্দ ও ফিটনেস ধরে রাখুন না কেন, বাস্তবতা হচ্ছে তার সময় ফুরিয়ে আসছে। তবে রোনালদো বিদায় নিলেও খুব দ্রুত রোনালদোহীন হচ্ছে না ফুটবল মঞ্চ। এরইমধ্যে আগমনী বার্তা দিচ্ছেন রোনালদো জুনিয়র।

বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। এবার নতুন করে আবারও আলোচনায় খুদে রোনালদো। গোল করে বাবার মতোই উদডাপন করলেন রোনালদো জুনিয়র। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

 

আরও পড়ুন: আগামী বিশ্বকাপে মেসির খেলা-না খেলা প্রসঙ্গে যা বললেন 'বন্ধু' সুয়ারেজ

 

সম্প্রতি আল আহলির বিপক্ষে আল নাসর অনূর্ধ্ব-১৫ দলের ৩-১ গোলের জয়ে গোল করেছেন রোনালদো জুনিয়র। ৬৬ মিনিটে যে গোলটি তিনি করেছেন, সেই গোলটি বানাতেও বানানোতেও দারুণ ভূমিকা ছিল জুনিয়রের। 

 

 

Cristiano Jr., just like his father 🤩

🎥 @AlNassrFC & IG/il_rp pic.twitter.com/rY9prbaW1J

— 433 (@433) April 15, 2025

 

 

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বাঁ প্রান্তে প্রতিপক্ষ বক্সের কাছাকাছি জায়গায় সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর ঢুকে পড়ে রোনালদো জুনিয়র। এরপর ফাঁকা জায়গায় বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন। গোলের পর মাঠের বাঁ প্রান্তে ছুটে গিয়ে বাবার মতো ‘সিউ’ উদ্‌যাপন করেন জুনিয়র। তার গায়ে তখন বাবার মতোই ৭ নম্বর জার্সি। 

 

আরও পড়ুন: আত্মবিশ্বাসে টইটুম্বুর বার্সেলোনা, মিরাকল ঘটাতে পারবে কী ডর্টমুন্ড?

 

আগামী জুনে ১৫তম জন্মদিন পালন করবে রোনালদো জুনিয়র। এর আগে ছেলের সঙ্গে খেলে অবসরে যাওয়ার ইচ্ছের কথা বলেছিলেন রোনালদো। তবে এখন দেখার অপেক্ষা, দ্রুত আল নাসরের মূল দলে জায়গা করে নিয়ে বাবার সেই ইচ্ছা পূরণ করতে পারেন কি না রোনালদো জুনিয়র।

]]>
সম্পূর্ণ পড়ুন