গোপালগঞ্জের খালপাড়ে পাওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালপাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পরিচয় মিলেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার একটি খালপাড় থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম অরুণ মণ্ডল (৬৫)। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদাল ধোয়া গ্রামের মৃত শরৎ মণ্ডলের ছেলে।


সন্ধ্যায় নিহতের ছেলে দীপঙ্কর মণ্ডল ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।


দীপঙ্কর বলেন, শুক্রবার (১১ এপ্রিল) মায়ের সঙ্গে অভিমান করে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমারা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। দুপুরে প্রতিবেশীরা ফেসবুকে মরদেহ উদ্ধারের ছবি দেখে আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে বাবাকে শনাক্ত করেছি।’

আরও পড়ুন: গোপালগঞ্জের খালপাড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন