গোপালগঞ্জের খালপাড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।


কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার একটি খাল পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: গোপালগঞ্জে গমনেচ্ছু হজ যাত্রীদের প্রশিক্ষণ

মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন