গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১ সপ্তাহে আগে
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ১০ কিলোমিটার দীর্ঘ হয় যানবাহনের লাইন।

 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ১

 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও বাসের হেল্পার। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়।

 

আরও পড়ুন: বান্দরবানে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত যুবক, আহত ১২

 

তিনি আরও জানান, রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করার পর রাত ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত দুজনের নাম-ঠিকানা জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন