গোপালগঞ্জে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

৩ সপ্তাহ আগে
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে সেখানে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন ও স্লোগান দেয় তারা।


কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান ও মহাসচিব তমা সেনসহ অনেকে।


আরও পড়ুন: পারভেজ হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ


মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি পেশ করেন শিক্ষার্থীরা।


বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহ্বানে জেলার কয়েকশ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেয় এ কর্মসূচিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন