বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন গোপীনাথপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
নিহতের মামা সাগর খান জানান, সন্ধ্যার দিকে হোসাইন বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ইজিবাইক চাপায় প্রাণ গেল বৃদ্ধের
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল আবাসিক মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, সন্ধ্যার দিকে হোসাইন নামে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের মৃত্যু হয়।