গোটা জাতি সুসময়ের অপেক্ষা করছে: ফখরুল

৪ সপ্তাহ আগে
দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মার্চ) পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে কথা বলেন ‍তিনি।


ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি, গোটা জাতি সুসময়ের অপেক্ষা করছে। এই সময়টা সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবাই এমনভাবে কথা বলবেন যেন গণতন্ত্রের পথ সুগম করা যায়।


তিনি বলেন, সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ দু-বছর আগেই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এটা যথেষ্ট রাষ্ট্র সংস্কারের জন্য। তারপরও সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে বিএনপির। সবকিছুকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে।


বিএনপি মহাসচিব বলেন, অলিক ধারণা নয়, ইথিওপিয়ান চিন্তাভাবনা নয় অথবা আবেগের মধ্য থেকে সমস্যা সমাধান করা যাবে না, বাস্তবধর্মী ব্যবস্থায় সমস্যার সমাধান করতে হবে।
 

আরও পড়ুন: হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী


তিনি বলেন, সতর্কতার সঙ্গে পথ পাড়ি দিতে হবে, জনগণকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। সবাই মিলে দায়িত্ব নিয়ে ট্রানজিশন পিরিয়ডকে সামনের দিকে নিয়ে যেতে হবে।


ফখরুল বলেন, দেশের চলমান সংকট সমাধানে একমাত্র পথ নির্বাচন। জাতির সামনে সবচেয়ে বড় উইজডম হবে নির্বাচন। নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না।


ধর্মীয় উগ্রবাগ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকাির আহ্বান জানিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন