গত প্রায় দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল। এর ফলে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। সেখানে ৫০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক।
এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব কারণে ইসরাইলি সমাজের অভ্যন্তরীণ উত্তেজনা এবং গভীর বিভাজন তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ওলমার্টের এই মন্তব্য এলো।
ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজ-এ প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট বলেছেন, প্রধানমন্ত্রীর (নেতানিয়াহুর) লালিত, সমর্থিত ও সংগঠিত একদল গুন্ডার ইসরাইলের সুপ্রিম কোর্টের ওপর আক্রমণ করা হচ্ছে। যা এই দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে দুর্বল করার পরিকল্পনা।
আরও পড়ুন: খুতবায় ইসরাইলের সমালোচনা, আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা
ওলমার্ট আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ইসরাইলের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সুপরিকল্পিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায়।
ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের ১২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে ১৯৮৮ থেকে ১৯৯২ এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
]]>