গৃহকর্মীদের কাছ থেকে যেকোনো ফি নেয়া নিষিদ্ধ করল সৌদি আরব

৪ সপ্তাহ আগে
নিয়োগকর্তাদের তাদের গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ এবং ওয়ার্ক পারমিটসহ যেকোনো ফি নেয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব, যা না মানলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং নিয়োগের ওপর তিন বছরের নিষেধাজ্ঞাও নির্ধারণ করা হয়েছে।

সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 

 

প্রতিবেদন অনুসারে, নিয়োগকর্তাদের ‘তাদের গৃহকর্মীদের কাছ থেকে যেকোনো ফি’ নেয়া নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে ‘নিয়োগ, পেশা পরিবর্তন, পরিষেবা স্থানান্তর, আবাসিক পারমিট (ইকামা) এবং কাজের পারমিট সম্পর্কিত’ ফি অন্তর্ভুক্ত।

 

এই বিধানগুলো সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতার নির্দেশিকা’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। 

 

Employers are banned from charging any fees from their domestic workers, including the fees for recruitment, work permit, transfer of service and change of profession https://t.co/FsR39iA1Ks

— Saudi Gazette (@Saudi_Gazette) October 21, 2025

 

এতে আরও বলা হয়েছে, নতুন বিধিমালায় ‘অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে, যা গৃহকর্মীদের একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করে’। 

 

আরও পড়ুন: বিদেশি শ্রমিকদের জন্য সুখবর, কাফালা ব্যবস্থা তুলে দিলো সৌদি

 

নির্দেশিকা অনুসারে, গৃহকর্মী খাতে আইন অনুমোদিত পেশাগুলোর মধ্যে রয়েছে ‘গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক এবং বিশেষায়িত পেশা যেমন গৃহকর্মী, রাঁধুনি, দর্জি, বাটলার, সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপক; সেইসাথে হোম গার্ড, ব্যক্তিগত সহকারী, কৃষক, থেরাপিস্ট এবং গৃহ কফি প্রস্তুতকারক’।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশিকাগুলো গৃহকর্মীদের কর্তব্যের আওতায় আসতে পারে এমন অন্য যেকোনো পেশা যুক্ত করারও অনুমতি দেয়।

 

সূত্র: দ্য ডন, সৌদি গেজেট

]]>
সম্পূর্ণ পড়ুন