গুলিবর্ষণ মামলায় ফের রিমান্ডে রাজশাহীর সাবেক এমপি আসাদ

১ সপ্তাহে আগে
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন।

 

শুনানির পর আসাদকে আবারও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আসাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরও পড়ুন: রাজশাহীতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

 

এদিন আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলে জানান পরিদর্শক আবদুর রফিক।

 

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় আটক হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

এসব মামলায় এর আগেও কয়েকদফা রিমান্ড মঞ্জুর হয়েছে আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন