গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

১ সপ্তাহে আগে
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে একাধিক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

র‌্যাব জানিয়েছে, ওই স্পা সেন্টারটি গুলশান-১ এলাকার আর.এম সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে স্পা সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়া যায়। 

 

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার

 

এ সময় ঘটনাস্থাল থেকে একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপের নানা আলামত জব্দ করা হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

]]>
সম্পূর্ণ পড়ুন