কোনো তথ্য জানতে সার্চ ইঞ্জিন গুগলে এলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডল। নববর্ষ উদ্যাপনের জন্য একটি ডুডলই তৈরি করেছে তারা।
আজ বুধবার (১ জানুয়ারি) থেকে দেখা যাচ্ছে, নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নেয়ার বিশেষ ডুডল।
গুগলের হোমপেজ খুললেই বিশেষ ডুডলে দেখা যাচ্ছে, সুনীল আকাশে মেঘের মধ্যে জ্বলজ্বল করছে গুগল লেখাটি। সে লেখার স্টার প্রতীকের ভেতর ২০২৫ সাল লেখা।
ডুডলে ক্লিক করলেই স্টার প্রতীকে ২৫ লেখাটি নড়েচড়ে উঠছে। বিশেষ ডুডলটি এরইমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।
গত বছরও ২০২৪ সালকে বরণ করে নিতে বিশেষ ডুডল তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি।
এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভান্ডার এনে দিয়েছে। তথ্য-প্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন।
বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জায়ান্ট কোম্পানি।
আরও পড়ুন: ৩ টিপস বাঁচাবে QR কোডে পেমেন্ট প্রতারণা
১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে।
যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়নেরও বেশি সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
আরও পড়ুন: বিমানে উঠে স্মার্টফোন ফ্লাইট মোডে না রাখলেই বিপদ!
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। বর্তমান দুনিয়ায় গুগলের বিভিন্ন অ্যাপ যেমন জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনাই করা যায় না।
]]>