গিলেস্পির বকেয়া দাবি প্রত্যাখ্যান করল পিসিবি

৩ সপ্তাহ আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলটির সাবেক প্রধান অজি কোচ জেসন গিলেস্পি। তিনি দাবি করেন, নয় মাস দায়িত্ব পালন করলেও এখনও তাকে পারিশ্রমিক পরিশোধ করেনি পিসিবি। তবে গিলেস্পির অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পিসিবি।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পি ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তবে গত ডিসেম্বরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান পিসিবির সঙ্গে মতবিরোধের জেরে। সরে যাওয়ার পর থেকেই তিনি পিসিবির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন।


সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি বলেন, 'আমি পাকিস্তান ক্রিকেটের প্রতি কোনো রকমের বিরূপ মনোভাব পোষণ করি না, তবে এখনও আমি আমার প্রাপ্য অর্থের অপেক্ষায় আছি।'


আরও পড়ুন: পিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গিলেস্পির 


তবে রোববার (২০ এপ্রিল) এক বিবৃতিতে পিসিবি জানায়, চার মাসের নোটিশ পিরিয়ড না দিয়েই হঠাৎ করে পদত্যাগ করেন গিলেস্পি। যা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।


বিবৃতিতে পিসিবি আরও জানায়, চুক্তিতে দুই পক্ষের জন্য নোটিশ পিরিয়িড দেয়ার কথা উল্লেখ ছিল। আর এই সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন গিলেস্পি।


এদিকে পাকিস্তানের গণমাধ্যমের খবর, ক’দিন আগে গিলেস্পির এজেন্ট বকেয়া পরিশোধের জন্য পিসিবির এইচআর বিভাগে মেইলও করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন