এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ভারত। বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছে সফরকারীরা। অধিনায়ক গিল একাই আড়াইশ রানের ইনিংস খেলেছেন। সেঞ্চুরির সুযোগ মিস করেছেন যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা। ইংলিশদের পক্ষে ১৬৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শোয়াইব বশির। ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও জশ টং।
দ্বিতীয় দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামছে ইংল্যান্ড। দিনের বাকি এখনো ২৩ ওভার।
লিডসে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। ম্যাচে এগিয়ে যেতে প্রথম ইনিংসে স্কোরকার্ডে ভালো পুঁজি তুলেছে সফরকারীরা। এক গিলই ধরাশায়ী করেছেন ইংলিশ বোলারদের। প্রথম দিন সেঞ্চুরি তুলে নেওয়ার পর দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নেন তিনি। নিজের টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম ডাবল। একইসঙ্গে রেকর্ডের খাতায়ও নাম লেখান তিনি। ১৯৩২ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে ভারত। সেখানে প্রথম কোনো ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ২৫ বছর বয়সী এ ব্যাটার। তার সামনে সুযোগ তৈরি হয়েছিল ত্রিপল সেঞ্চুরিও তুলে নেয়ার। কিন্তু টঙ এর বলে ওলি পোপের হাতে ক্যাচ তুলে দিয়ে সে সুযোগ নষ্ট করেন তিনি। ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় ২৬৯ রানে থামে তার ইনিংস।
আরও পড়ুন: ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট নেই
আর এ ইনিংস খেলার পথে ৪৬ বছর আগের একটি রেকর্ডও ভাঙেন তিনি। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাস্কারের ২২১ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ।
গিল এদিন একাধিক মাইলফলক অর্জন করলেও টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন রবীন্দ্র জাদেজা। ১৩৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৯ রানে আউট হয়েছেন তিনি। আগের দিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছিলেন যশস্বী জয়সওয়াল। ১০৭ বলে ১৩ চারের মারে ৮৭ রান করেন তিনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা এত বৈচিত্র্যময় বোলার বের করে আনে কীভাবে?
এখন দেখার অপেক্ষা ইংলিশরা বাজবলে কীভাবে ৫৮৭ রানের জবাব দেয়। তাদের জন্য অবশ্য ভালো সুযোগ, ভারতীয় শিবিরে নেই তাদের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহ।