বৈদ্যুতিক গাড়ির জগতে একসময় অপ্রতিদ্বন্দ্বী ছিল মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের টেসলা। তবে কমদামে গাড়ি বিক্রি এবং অত্যাধুনিক চার্জি টেকনোলজি এনে টেসলার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক আয়ে টেসলাকে পিছনে ফেলেছে বিওয়াইডি। ২০২৪ সালে গাড়ি বিক্রি থেকে বিওয়াইডি আয় করেছে ১০৭ বিলিয়ন ডলার। বার্ষিক আয় বেড়েছে ২৯ শতাংশ। একইসময়ে টেসলা আয় করেছে ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!
বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে টেসলার প্রায় কাছাকাছি ছিল বিওয়াইডি। গত বছর ১৭ লাখ ৬০ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। যেখানে টেসলার বিক্রির পরিমাণ ১৭ লাখ ৯০ হাজার। তবে হাইব্রিড মডেলের গাড়ির বিক্রির রেকর্ড আয় যোগ হওয়ায় বার্ষিক আয়ে টেসলাকে পেছনে ফেলেছে চীনা প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে বিশ্বব্যাপী ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি।
রোববার (২৩ মার্চ) টেসলার মডেল থ্রি’র প্রতিদ্বন্দ্বী নতুন একটি গাড়ি বাজারে এনেছে চীনা প্রতিষ্ঠানটি। তবে তা টেসলার চেয়ে দাম কম। বিওয়াইডির কিউ ইন এল মডেলের গাড়ির দাম চীনে ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলার মডেল থ্রি’র দাম পড়ে ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
গত সপ্তাহে নতুন ব্যাটারি চার্জিং টেকনোলজি আনার ঘোষণা দিয়েছে বিওয়াইডি। যার মাধ্যমে মাত্র ৫ মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি ফুল চার্জ হয়ে যাবে। অথচ টেসলার একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ হতে সময় লাগে ১৫ মিনিট। গত ফেব্রুয়ারিতে ‘গডস আই’ নামে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স প্রযুক্তি সব মডেলেই অর্ন্তভুক্ত করার ঘোষণাও দেয় বিওয়াইডি।
]]>