এই ঘটনার পর হৈচৈ পড়ে গেছে হরিয়ানায়। এরইমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, ছেলেটি যখন একটি বড় স্যুটকেস নিয়ে হোস্টেলের ভেতরে ঢোকার চেষ্টা করেন তখন নিরাপত্তারক্ষীরা ছাত্রটিকে থামান।
আরও পড়ুন:জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩
এরপর তারা স্যুটকেসের জিপ খোলেন। সেখানে মেয়েটিকে গুটিসুটি মেরে স্যুটকেসের ভেতরে বসে থাকতে দেখা যায়। সেই সময় হয়ত ছেলেটির কোনো সহপাঠী ভিডিওটি করেন।
তবে, এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা আগে থেকেই লুকিয়ে থাকা মেয়েটি সম্পর্কে জানতে পেরেছিলেন কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এছাড়া মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এই ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
এক্সে একজন লিখেছেন, ‘এটি স্যুটকেস ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা উচিত।’
আরও পড়ুন:ভয়াবহ ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত
আরেকজন লিখেছেন, ‘এই ঘটনা নিয়ে নিশ্চয়ই তারা আগে থেকেই অনেক পরিকল্পনা করেছে এবং ভেবেছে, এটি বুদ্ধিমানের মতো কাজ করছে তারা।’
সূত্র: এনডিটিভি
]]>