গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী রহিম গ্রেফতার

৩ সপ্তাহ আগে
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বাসন থানা পুলিশের একটি দল দত্ত ভিটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বাসন থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্কুলের বারান্দায় পা না দিলেও রহিম সরকার অত্যন্ত ধূর্ত প্রকৃতির। কখনও সাংবাদিক, কখনও পুলিশ আবার কখনও ম্যাজিস্ট্রেট পরিচয় দিতো রহিম সরকার। তার প্রতারণা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত উঠে আসে। এমনকি ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে সাধারণ জনতা। তবে তারপরও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে রহিম সরকার। স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিব সরকারসহ একাধিক নেতার সাথে পোস্টার থাকলেও প্রতারণার কারণে কোথাও স্থায়ী হতে পারেননি প্রতারক রহিম। সবশেষ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পেছনে ভিড়েন। ছেলে জাকির হোসেনকে বানান, জাহাঙ্গীর আলমের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর আরো ভয়ঙ্কর হয়ে উঠে রহিম সরকার।


আরও পড়ুন: নেত্রকোনায় পুলিশ পরিদর্শক হত্যা মামলায় গ্রেফতার ২


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহম্মেদ বলেন, রহিমের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন