বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর নগরীর জরুন এলাকার কোনাবাড়ি–কাশিমপুর আঞ্চলিক সড়কে শত শত নারী-পুরুষ নিহতের লাশবাহী গাড়ি নিয়ে কর্মসূচিতে অংশ নেন। প্রায় এক ঘণ্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
বক্তারা বলেন, নিহত নাসির উদ্দিন পালোয়ান এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে শিশু অপহরণ, ৬ ঘণ্টা পর উদ্ধার
স্থানীয়রা জানান, গত ২৭ মে পূর্ব বিরোধের জেরে ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে নাসির উদ্দিনসহ তার পরিবারের চারজন গুরুতর আহত হন। দীর্ঘ এক মাসের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই তিনি মারা যান।
নিহতের ছেলে শাহ আলম পালোয়ান জানান, তার বাবা হত্যাকাণ্ডের ঘটনায় তিনি কোনাবাড়ি থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
]]>