গাজীপুরে নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

৪ সপ্তাহ আগে
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে গাজীপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে চালকদের মাঝে হেলমেট বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে আয়োজিত র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির শেষপর্যায়ে সড়ক দিয়ে চলাচলরত চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

 

গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘সড়কে চলাচলকারীদের সচেতন থাকতে হবে। সড়কের নিয়মগুলো মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব। মোটরসাইকেল দুর্ঘটনা বেশি ঘটে। আজ আমরা ৩০টি হেলমেট বিতরণ করেছি, এবং পর্যায়ক্রমে শতাধিক হেলমেট চালকদের মাঝে বিতরণ করা হবে।’

 

আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ে যুবক নিহত

 

প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন র‌্যালি শেষে বলেন, ‘দেশের জনসংখ্যা বেশি, তাই চালকদের আরও সচেতন হতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালাবেন না। যারা মোটরসাইকেল চালান, তাদের অবশ্যই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক।’

 

র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজুর রহমান, গাজীপুর জেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ড. লোকমান হোসেন, গাজীপুর জেলা মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি, নিরাপদ সড়ক ও স্কাউট সদস্য, মালিক-শ্রমিক সমিতির সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন