শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে বক্তারা গাজীপুরের সাম্প্রতিক ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সমাজে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়েরও প্রতিফলন। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও নৈতিক শিক্ষা বিস্তার জরুরি।
আরও পড়ুন: গলাচিপায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
তারা বলেন, আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে নই; আমরা শুধু চাই, দোষীরা আইনের আওতায় আসুক এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত হোক।
শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা দোয়া মাহফিলে অংশ নেন। সঞ্চালনা করেন ইয়াসিন নোমান হেফাজতে ইসলাম। এ সময় বক্তব্য রাখেন: মাওলানা নাসিম খতিব সোনাপুর মসজিদ, মাওলানা জবির উদ্দিন মহাপরিচালক জামিয়া রশিদ হরিনারায়ণপুর মাদ্রাসা, নাজমুল হোসেন মুসলিমিয়াত ও তানভীরুল ইসলাম মুসলিমিয়াত।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·