শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, গাজীপুরে ওই এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যবসা করেন আলতাফুর রহমান (৪৫)। দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় তিনজন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছি।
আরও পড়ুন: ফরিদপুরে ২ নৈশপ্রহরীকে কুপিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
তাদের কথা শুনে আলতাফুর রহমানের স্ত্রী বলেন তার স্বামী মসজিদে গেছেন। পরে তার মোবাইল নাম্বার চাইতে গেলে তিনি দরজা খুলে দেন। এক পর্যায়ে ওই তিনজন ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত পা মুখ বেঁধে ফেলে।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা ১০ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা। এক পর্যায়ে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি দেখে এবং জানতে পারে।
আরও পড়ুন: ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট
পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬ জন ডাকাত সদস্য ওই বাড়িতে হানা দেয় এর মধ্যে তিনজন নিচে পাহারা দিচ্ছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ব্যাংকের লোনের কথা বলে ডাকাত সদস্যরা ঘরের ভিতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·