গ্রেফতার শাহিদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের শান্তি চরণের মেয়ে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই থানা এলাকায় এক শিশুর পঙ্গুত্ব বরণ করার ঘটনায় করা মামলার তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার এজহারভুক্ত আসামি।
আরও পড়ুন: খুলনায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার
শিল্পাঞ্চল গাজীপুরে সম্প্রতি বেশ কয়েকটি শ্রমিক আন্দোলনের নেপথ্যেও নাম এসেছে শাহিদা আক্তারের।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শ্রমিকদের ব্যবহার করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন শাহিদা আক্তার। বেশ কয়েকটি আন্দোলনে অর্থের যোগানও দিয়েছেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরেই আমরা তাকে ধরতে মাঠে নামি এবং গত রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করি।’