ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযান অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিমানগুলো ৪৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’
ইসরাইলি সেনারা দক্ষিণ গাজার রাফাহতে তাল আস-সুলতান পাড়া এবং মোরাগ অক্ষ বরাবর সুড়ঙ্গের খোলা অংশ এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজায় যেভাবে ডিজিটাল অস্ত্র ব্যবহার করছে ইসরাইল
এছাড়ও, অবরুদ্ধ গাজা শহরের শুজাইয়া পাড়ায় ‘বন্দুকধারীদের’ নির্মূল এবং যুদ্ধ সরঞ্জামের একটি মজুদ ধ্বংস করারও দাবি করেছে ইসরাইলি বাহিনী।
তবে ফিলিস্তিনি মেডিকেল সূত্রগুলো বলছে, ইসরাইলি হামলায় বাড়িঘর, আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুত শিবির লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর ফলে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন বলেও জানানো হয়।
আরও পড়ুন: গাজায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু, জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধ করল ইসরাইল
সূত্র: আল জাজিরা
]]>