সারা মুসলিম বিশ্ব যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন গুলি-বোমায় মরছে গাজার মানুষ। উপত্যকাটির একের পর এক এলাকায় অবিরাম চলছে ইসরাইলি আগ্রাসন। বেড়ে চলছে হতাহতের সংখ্যাও।
এরই মধ্যে, ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে গাজার উত্তরাঞ্চলের তাঁবুতে অবস্থান করার সময় তাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরাইলি বাহিনী।
আল-আকসা টেলিভিশন ও শেহাব নিউজ এজেন্সি এ হামলার খবর নিশ্চিত করেছে।
আরও পড়ুন: গাজায় ইসরাইলের বর্বরতা /‘আরব দেশগুলো কোথায়’, প্রশ্ন ফিলিস্তিনি নারীর
এদিকে, মার্কিন সিনেটে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ভোট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন বার্নি স্যান্ডার্স। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে এই মার্কিন সিনেটর জানান, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে দুটি প্রস্তাব উত্থাপন করবেন তিনি।
স্যান্ডার্স আরও বলেন, নেতানিয়াহু স্পষ্টভাবে আন্তর্জাতিক ও মার্কিন আইন লঙ্ঘন করছেন আর এই নৃশংসতায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করতে হবে।
গাজায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত দীর্ঘ সময় গাজা কখনো খাদ্য ও চিকিৎসা সহায়তা ছাড়া কাটায়নি। বর্তমানে গাজায় লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের হামলায় হামাসের মুখপাত্র নিহত
মাত্র দু’সপ্তাহের জন্য খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি।
]]>