গাজায় পুলিশ স্টেশনে ইসরাইলের হামলা, আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

১ সপ্তাহে আগে
উত্তর গাজার জাবালিয়ায় একটি পুলিশ স্টেশনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাস এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

 

চিকিৎসকরা জানান, দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র একটি বাজারের কাছে অবস্থিত পুলিশ স্টেশনে আঘাত হানে। যার ফলে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন লোক আহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

 

আরও পড়ুন:একসঙ্গে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

 

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা জাবালিয়ায় হামাস এবং তার মিত্র ইসলামিক জিহাদ গোষ্ঠীর পরিচালিত একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে। যেটি তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য ব্যবহার করত।


অন্যদিকে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায়, উপত্যকা জুড়ে ইসরাইলের পৃথক বিমান হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। যার ফলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।


এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজা শহরের দুররা শিশু হাসপাতালটি অকার্যকর হয়ে পড়েছে। আগের দিন ইসরাইলি হামলায় ভবনের উপরের অংশে আঘাত হানা হয়, যার ফলে নিবিড় পরিচর্যা ইউনিট ক্ষতিগ্রস্ত হয় এবং এর সৌরবিদ্যুৎ প্যানেল সিস্টেম ধ্বংস হয়ে যায়।

 

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। ইসরাইলও কোনো মন্তব্য করেনি।

 

আরও পড়ুন:গাজার ৯০ শতাংশ বাড়ি ধ্বংস হয়ে গেছে: আইওএম

 

১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। 

 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ১৮ মার্চ থেকে ইসরাইলি হামলায় ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক। এছাড়া ইসরাইল গাজার  একটি বাফার জোন দখল করার পর লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন