গাজায় চিকিৎসক হত্যা নিয়ে ইসরাইলের প্রতিবেদন মিথ্যায় ভরা: রেড ক্রিসেন্ট

৩ সপ্তাহ আগে
গাজায় ১৫ প্যারামেডিক হত্যার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর প্রতিবেদনকে ‘মিথ্যায় ভরা’ বলে দাবি করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।

ইসরাইলি সেনাবাহিনী তাদের প্রতিবেদনে বলেছে, ‘পেশাদার ব্যর্থতার’ কারণে গাজায় ১৫ জন চিকিৎসা ও জরুরি কর্মী নিহত হয়েছেন। এরই মধ্যে ওই ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়।


পিআরসিএসের একজন মুখপাত্র বলেন, ইসরাইলের প্রতিবেদনটি ‘অবৈধ।’ কারণ এই ঘটনার দায় ফিল্ড কমান্ডের ব্যক্তিগত ত্রুটির ওপর দেয়া হয়েছে যখন ঘটনা সম্পূর্ণ ভিন্ন।

 

আরও পড়ুন:ইসরাইলি মিডিয়ায় আল-আকসা মসজিদ ধ্বংসের ভিডিও!


২৩ শে মার্চ পিআরসিএস অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি দমকলের ট্রাকের কনভয়ের ওপর গুলি চালায় ইসরাইলি সেনাবাহিনী।  এতে চৌদ্দজন জরুরি কর্মী এবং একজন জাতিসংঘ কর্মী নিহত হন।


এদিকে, গাজায় জাতিসংঘের মানবিক প্রধান জোনাথন হুইটল পরামর্শ দিয়েছেন, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি। প্রকৃত জবাবদিহিতার অভাব আন্তর্জাতিক আইনকে দুর্বল করে এবং বিশ্বকে আরও বিপজ্জনক জায়গায় নিয়ে যায় বলেও জানান তিনি।


এর আগে রেড ক্রিসেন্ট এবং আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

 

এদিকে, ইসরাইল জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তদন্তটি তাদের ফ্যাক্ট-ফাইন্ডিং মেকানিজম দিয়ে করেছিল। যাকে তারা নিরপেক্ষ বলে বর্ণনা করে।

 

আইডিএফের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ‘প্রতিকূল এবং বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে’ ঘটেছে। চিকিৎসা ও জরুরি কর্মীদের বহনকারী যানবাহনগুলো দ্রুত এগিয়ে আসার কারণে স্থলভাগে থাকা কমান্ডার হুমকি অনুভব করেন। ফলে তাদের ওপর গুলি চালানো হয়।

 

এছাড়াও দাবি করা হয়, যানবাহনগুলোর হেডলাইট ছিল না বলে অন্ধকারে বুঝতে না পারার কারণে তারা গুলি চালায়।

 

কিন্তু পরে নিহত একজন চিকিৎসকের মোবাইল ফোনে পাওয়া একটি ভিডিওতে দেখা যায় যানবাহনগুলোর লাইট জ্বলছে। এরপর ইসরাইল ভুল স্বীকার করে বলে যে, হেডলাইট নিয়ে তারা যা বলেছে তা সঠিক নয়।  


ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, ভোর হওয়ার ঠিক আগে রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে ছিল এমন সময় ইসরাইলি বাহিনী গুলি চালায়।

 

আরও পড়ুন:ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ১২

 

ভিডিওটির পাঁচ মিনিটেরও বেশি সময়  ধরে চলতে থাকে। সেখানে ওই নিহত প্যারামেডিক তার শেষ প্রার্থনা করছিলেন। সেই সময় ইসরাইলি সৈন্যদের ওই গাড়ির দিকে এগিয়ে আসার কণ্ঠস্বর শোনা যায়।

 

সূত্র: বিবিসি

 

]]>
সম্পূর্ণ পড়ুন