গাজায় ইজরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে গান, কবিতা ও নাট্যাংশের মাধ্যমে প্রতিবাদী পদযাত্রা করেছেন সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর টাউনহলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের করা হয় পদযাত্রাটি। পথে হাঁটতে হাঁটতে গলা ছেড়ে প্রতিবাদী গান ধরে কণ্ঠরাজ অপু, অঞ্জনা সরকার মনি, মামুন রনি, আমজাদ শ্রাবণ, রাজীব হোসেন, হীরক সিঙ্গার, অনিরুদ্ধ শুভ, শাহনাজ সাথী, ইভন, অনিক হাসান। আবৃত্তি করেছেন শরীফা সুলতানা, শরৎ সেলিম, আরাফাত রিলকে, সূর্য খান। ছোট্ট শিশুদের পিছনে হেঁটেছেন ময়মনসিংহের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিবাদী এসব মানুষ।
আরও পড়ুন: যন্ত্রণায় ছটফট করছে ভালুক, না নিয়েই চলে গেল বন অধিদফতর
সামনের সারিতে সবুজ পতাকা হাতে নিয়ে হয়েছে পদযাত্রা। আয়োজকদের একজন কবি শামীম আশরাফ জানান, সবুজ মানে আগুনে, বোমায় ধ্বংসের ফিলিস্তিন নয়, সবুজ সতেজ ফিলিস্তিনের প্রত্যাশায় এই সবুজ পতাকা। যে পতাকা নিয়ে হেঁটেছেন নাট্যাভিনেতা ওয়াহাব মাহমুদ রমজান, শরীফ মাহফুজুল হক আপেল, অমীয় বণিক, আনিসুজ্জাসান হাসান, কবি মিজানুর রহমান টিটু, রবীন বরকতউল্লাহ, নাট্যশিল্পী নাজমুল হক লেলিন, নওশীন বৃষ্টি, আবৃত্তিশিল্পী ফারুক হোসেন, নাট্যাভিনেতা রাজু খানসহ অনেকেই।
প্রতিবাদী এ পদযাত্রাটি নগরীর জিলাস্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড় হয়েছে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।