বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। আর আহত সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪ হাজার।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে। কারণ ভবনের ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন; লেবাননের পর গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। তাদের হামলায় সেদিন ১ হাজার ২০০ জন নিহত হয়। পাশাপাশি ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
সেদিন থেকেই গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।