গাজার শাসনব্যবস্থা টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে রাজি ফিলিস্তিনি দলগুলো

৩ সপ্তাহ আগে
হামাসসহ প্রধান ফিলিস্তিনি দলগুলো বলেছে, তারা টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটির হাতে যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব তুলে দিতে রাজি হয়েছে।

শুক্রবার হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে এক বৈঠকে, দলগুলো গাজার প্রশাসন ‘স্বাধীন টেকনোক্র্যাটদের’ সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয়। 

 

যারা আরব ব্রাদারস এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাসিন্দাদের জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে।

 

আরও পড়ুন:ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চায় হামাস


ফিলিস্তিনি দলগুলো গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবেরও আহ্বান জানিয়েছে।

 

গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে তুরস্ক, মিশর এবং কাতারের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের আমন্ত্রণে কায়রোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ফিলিস্তিনি দল ও বাহিনীর বৈঠকের পর এই মন্তব্য করা হলো।


দলগুলো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সমর্থন, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা, অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা, সমস্ত ক্রসিং পুনরায় চালু করা এবং গাজায় ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন পুনরুদ্ধার এবং দুর্ভোগের অবসান ঘটাতে একটি ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও একমত হয়েছে।

 

আরও পড়ুন:যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ৪

 

বিবৃতিতে আরও বলা হয়, পুনর্গঠন প্রকল্পের তহবিল এবং বাস্তবায়ন তদারকির জন্য একটি আন্তর্জাতিক কমিটিও গঠন করা হবে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

]]>
সম্পূর্ণ পড়ুন