পিসিবিএস-এর প্রতিবেদন মতে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইল হামলা শুরু করার পর এ পর্যন্ত ৪৫ হাজার ৫৪১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং আরও প্রায় ১ লাখ ফিলিস্তিনি উপত্যকা ছেড়েছে। এটা ৭ অক্টোবর-পূর্ব মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ।
এদিকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন রোববার (৩১ ডিসেম্বর) ৪৫১তম দিনে গড়িয়েছে। এদিনও গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৪১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: গাজায় থামছেই না ইসরাইলি বর্বরতা, নিহত আরও ৩০ ফিলিস্তিনি
মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১ লাখ ৮ হাজার ৩৩৮ ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১৩ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক