গাজা শহরের বাসিন্দাদের তাড়িয়ে দেয়া হবে: ইসরাইলি সামরিক মুখপাত্র

২ সপ্তাহ আগে
গাজা সিটির বাসিন্দাদের ‘অনিবার্যভাবে’ তাড়িয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই। শহরটি দখলের পরিকল্পনা আছে বলে আগেই ঘোষণা দিয়েছে ইসরাইল।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দারা আল-মাওয়াসি এলাকায় সরে যেতে পারেন বলে পরামর্শ ইসরাইলি সামরিক মুখপাত্রের। তবে ওই অঞ্চলেও প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে।

 

ইসরাইলি সেনাবাহিনীর গাজায় সাহায্য আটকে দেয়ার, ফিলিস্তিনিদেরকে অসহায় অবস্থায় বাস্তুচ্যুত অঞ্চলে ঠেলে দেয়ার এবং নির্ধারিত নিরাপদ অঞ্চল ও সাহায্যপ্রার্থীদের ওপর নিয়মিতভাবে মারাত্মক আক্রমণ চালানোর ইতিহাস উপেক্ষা করেছেন আদরাই। 

 

আর পড়ুন: গাজা হামলায় নিহত রয়টার্স এবং এপি সাংবাদিক হামলার ‘লক্ষ্যবস্তু’ ছিলেন না: ইসরাইল

 

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, দক্ষিণে যেতে বাধ্য হওয়া পরিবারগুলো ‘সর্বোচ্চ মানবিক সহায়তা’ পাবে।

 

ইসরাইলের সামরিক এই কর্মকর্তা বলেন, ‘গাজা শহর থেকে তাদের (গাজাবাসী) সরে যাওয়া অনিবার্য।’

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন