হামাসের টেলিগ্রাম পেজে প্রকাশিত বিবৃতিতে হাজেম কাসেম বলেন, ‘আমরা এই চুক্তির সফলতা ও এর বাস্তবায়ন নিশ্চিত করতে আগ্রহী। তিনি আরও বলেন, মিশর, কাতার ও তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে গাজায় যুদ্ধ কার্যত শেষ হয়েছে। চুক্তির শর্তাবলি বাস্তবায়নই এর পূর্ণ অবসান ঘটাতে পারে।
অধিকৃত পশ্চিম তীরকে যুক্ত করা নিয়ে ইসরাইলের পার্লামেন্টে একটি বিল অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেন হামাসের মুখপাত্র।
তিনি বলেন, এই অবস্থান যুদ্ধবিরতি চুক্তির পক্ষে। একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা প্রত্যাখ্যানকেও ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: হামাস যুদ্ধবিরতি মেনে চলছে কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে হামাস মুখপাত্র বলেন, হামলা বন্ধ, গাজা অবরোধ তুলে নেয়া এবং পর্যাপ্ত ও জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া নিশ্চিত করতে হবে।
কাসেম সতর্ক করে বলেন, ইসরাইল মানবিক সহায়তাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তিনি দীর্ঘদিনের অবরোধ চলাকালে দখলদারদের প্রয়োগ করা অনাহার নীতির পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
হামাস নেতা বলেন, জীবিত বন্দি ও কিছু মরদেহ হস্তান্তরের মাধ্যমে গোষ্ঠীটি চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়ন করেছে এবং বর্তমানে অবশিষ্ট মরদেহ হস্তান্তর সম্পন্ন করার জন্য কাজ করছে।
কাসেম আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অসংখ্য চুক্তি লঙ্ঘন করেছে। তারা প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা দেয়া।
আরও পড়ুন: জাতিসংঘের প্রতিবেদন / যুক্তরাষ্ট্র-ইউরোপের সহযোগিতা ছাড়া গাজায় গণহত্যা চালাতে পারত না ইসরাইল
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে তেল আবিব ওয়াশিংটনের কাছ থেকে ‘সব সমর্থন’ হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অধিকৃত পশ্চিম তীর বা এর কিছু অংশ ইসরাইলের সঙ্গে যুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হবে না। এটা হবে না। এটা হবে না কারণ আরব দেশগুলোকে আমার কথা দিয়েছি। তোমরা (ইসরাইল) এখন এটা যুক্ত করতে পারো না। আমাদের প্রতি আরব দেশগুলোর প্রচুর সমর্থন রয়েছে। ইসরাইল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছিলাম। যদি এটা হয় তাহলে ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সব সমর্থন’ হারাবে।’

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·